কবিতা


উৎসব

নীপবীথি ভৌমিক

সমস্ত শোক মিশে গিয়ে সুর হয়ে ওঠে আবার।

এই যে ক্রমশ বেহালা বাজিয়ে চলেছে লোকটা এক নাগাড়ে, 

আর বসন্ত ঝরে ঝরে পড়ছে ওর আঙুল থেকে!


তুমি কি তবে ভাবো, কোনো অভিনয় এসে 

ঘিরে রেখেছে তার মৃত মন?


বেহালা বেজে যায়। শোক উথলে পড়ে

ওর থালা ভর্তি জীবন জুড়ে,

           

যন্ত্র আর যন্ত্রীর মাঝেও যে কিছু কিছু            

          উৎসব  জেগে থাকে

          সে আমরা জানি ক’জনেই বা!




রাধামাধব আপনাকেই বলছি

পারমিতা ভট্টাচার্য


রাধামাধব, মনে আছে?

আমাকে ক্যারামের ঘুঁটির মতো ঘুরিয়ে চাল দিতেন

আপনার আদিগন্ত মরাঘাসের বোর্ডে আমি গড়াগড়ি খেতাম

কখনও আবার লুডোর ঘুঁটির মতো

টিপে টিপে দান দিতেন, যেন সাপ-মই


মনে পড়ে, রাধামাধব?


তারপর, আপনি ওরাওটাং

লাফিয়ে উঠে পড়তেন পাহাড়ের শীর্ষে

উপত্যকায় ফেলতেন কতজন্মের বাসি থুথু


মনে পড়ে? মনে পড়ে, রাধামাধব?


তখনও আপনি জানতেন না,

আমি অম্লকেলাস, গোপনে ভেঙে দিতে পারি আপনার দাঁত,


তাই আজ আপনি মাংসের স্বাদ ভুলে গিয়েছেন, রাধামাধব।


ভালথাকা

শুভদীপ চক্রবর্তী 


মনের কাপে সন্ধে নামে আজ,

শ্রাবণজ্বরে, মনকেমন কী খোঁজে?

স্মৃতির পিঠে গোছানো মন্তাজ,

বিষাদেরাও ভালথাকা বোঝে।


সুখের মুখে আঁধার ঝুঁকে এলে,

প্রাচীর ভাঙে, স্মৃতিচাপা সন্তাপে।

ভাঙা-গড়া, জীবনস্রোতে চলে,

দুঃখ-প্রেসে আশার পাতা ছাপে।


আলাপগুলোর অন্তরাটাই প্রিয়,

জীবন এখন সুখ-অভিমানী।

ক্লান্তি এলে তোমার হাতটা দিও,

পড়ে গেলে, উঠে দাঁড়াতেও জানি।


সেলাই করি নিঃস্বতার আলো,

বেঁচে থাকি লড়াইচাপা রোজে।

ভালবাসা, তোমার মতোই ভাল,

বিষাদেরাও ভালথাকা বোঝে। 






Post a Comment

1 Comments

  1. কবিতাগুলি বেশ ভালো🍁🍁🍁

    ReplyDelete