লকডাউনের দি‌নলিপি


কেমন আছেন? করোনার শেষ আপডেট দেখছিলেন? আমিও একটু আগেই দেখলাম। ধনবান স্টেটসে লাখ পেরিয়ে গিয়েছে, আর আমাদের গরীব এই দেশে ন’শো দুই! জানি না, এর শেষ কোথায়! এই মৃত্যু মিছিলের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভয় লাগছে। ভয়! কখনও সেই ভয় ভুলে থাকতে টবের মধ্যে সবজি ফলানোর চেষ্টা করছি। কখনও কবেকার ফাইল খুলে নতুন করে আবিস্কার করছি বাল্যের ড্রয়িংবুক-ভাঙা প্যাস্টেল রং, কখনও ধুলো ঝেড়ে টেপরেকর্ডারে শুনছি জগন্ময়-জটিলেশ্বর-মানবেন্দ্র-শ্যামল-হেমন্ত-মান্নার-সন্ধ্যা-আরতির প্রিয় সব গান। ছাদের বাগান, ঘরের নিভৃত কোণ, বারান্দার রেলিং, দূরের আকাশ, রঙিন পাখিরা— এই সব—এই সবাই এখন আমাদের নিত্যসঙ্গী। নিত্যসহচর। লকডাউনের দিনলিপিতে এসব কথাই লিখুন। আর লিখুন, ঘর বন্দি হররোজের সংসার, জীবনের লেনদেন আর আনমনা সমুদ্র সফেনের কথাও। তারপর পাঠিয়ে দিন আমাদের ইমেল করে। অনধিক পাঁচশো শব্দে। নির্বাচিত লেখা ‘এখন শান্তিনিকেতন’ পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে। পত্রিকা পড়তে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন ekhonsantiniketan.blogspot.com 


লেখা পাঠানোর ইমেল— ekhonsantiniketan@gmail.com

Post a Comment

0 Comments