খুলল বইওয়ালা, সঙ্গে হোম ডেলিভারি



নিজস্ব প্রতিনিধি, শান্তিনিকেতন : দীর্ঘ লকডাউন-পর্ব পেরিয়ে, খানিকটা ঝুঁকি নিয়েই জুনের প্রথম দিন থেকেই খুলে গেল শান্তিনিকেতনের বইওয়ালা বুক ক্যাফে। প্রকাশনার কাজও। তবে, এখনই সারাদিন নয়। বিপণি খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো। আপাতত বুধবার বন্ধ রাখা হচ্ছে। একইসঙ্গে রোজই বন্ধ থাকছে বিকেলের রুফটপ ক্যাফেও। সংস্থা সূত্রে জানানো হয়েছে, ‘‘করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে— এমন কথা সারা বিশ্বই এখন জানে। তেমন ভাবনা থেকেই সাবধানতার সঙ্গে বিপণি খোলা হচ্ছে।’’
সংস্থা সূত্রের খবর, দীর্ঘ লকডাউনে বেশ কিছু গ্রন্থ-প্রকাশের কাজ পিছিয়ে গিয়েছে। পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের গানের উপর কয়েকটি গ্রন্থ প্রকাশের কাজ চলছিল। সে সময় লকডাউনে সবই ভেস্তে যায়। পিছিয়ে গিয়েছে এমন বেশ কিছু উদ্যোগ। রতনপল্লির বাজারে এদিন খুবই কম মানুষকে রাস্তায় দেখা গেল। বই কিনতে এসেছিলেন কবি-শিল্পী অঙ্কন রায়। 
তিনি বলেন, ‘‘দীর্ঘ সময় ঘরে বসে আছি। বইয়ের এই বিপণিটি আমার খুব প্রিয়। খোলা হয়েছে শুনে চলে এলাম। মাস্ক-স্যানিটাইজার সঙ্গেই রয়েছে। এভাবেই চলতে হবে আমাদের।’’
সংস্থার দাবি, বিপণিতে ফোন পে এবং কার্ড-এ বিল পেমেন্ট করা যায়। যথাসম্ভব অনলাইনে মূল্য দেওয়াই বাঞ্ছনীয়। রয়েছে শহরে বা শহরের বাইরে রয়েছে হোম ডেলিভারিরও সুবিধে। সেক্ষেত্রে টেলিফোন করতে হবে। যোগাযোগের নম্বর : ৯৮৭৪৬৪৪৪০০। 

Post a Comment

0 Comments