বইওয়ালা এখন আপনার মোবাইলে


বইওয়ালা এখন আপনার মোবাইলে


বার মাউসের ক্লিকে বই কিনুন বইওয়ালার নিজস্ব ওয়েবসাইটে! 
শান্তিনিকেতনে রতনপল্লির বইওয়ালা বুক ক্যাফের সঙ্গে এবার আরও একটি বই বিক্রির নিজস্ব প্ল্যাটফর্ম হল বইওয়ালার! আপাতত নিজেদের প্রকাশনার বই দিয়েই যাত্রা শুরু হল। থাকবে ‘এখন শান্তিনিকেতন’ পত্রিকার মুদ্রিত সংস্করণও। এবং অচিরেই, রতনপল্লিতে আমাদের প্রধান বিপণিটির মতোই, অন্যান্য প্রকাশনার গ্রন্থও কেনা যাবে এই ওয়েবসাইটেই! 
গুগল পে অথবা ফোন পে’র মাধ্যমে পেমেন্ট করার ব্যবস্থা রয়েছে। যে কোনও সমস্যায় টেলিফোন করুন। ইনবক্সে কথা বলুন। সংস্থা সূত্রে দাবি, ‘‘বইওয়ালা বুক ক্যাফেতে ছোট-বড় আড়াইশোরও বেশি প্রকাশনার বই বিক্রি করা হয়। সব প্রকাশনার সম্ভব না হলেও বেশ কিছু প্রকাশনার বই ওয়েবে কেনা যাবে। সেই কাজ চলছে। কিছু বইয়ের পিডিএফও ফ্রিতে পড়ার ব্যবস্থা থাকছে।’’
লকডাউন বা করোনার জেরেই কি এমন ওয়েবে আসা?
সংস্থার পক্ষে এক কর্মী বলেন, ‘‘আমাদের স্টোরটি গত মাসের পয়লা তারিখ থেকে খোলা রয়েছে। ক্রেতা নেই বললেই চলে। মানুষ আগে খাবার কিনবে, নাকি বই কিনবে? সেদিক থেকে সংকট তো বটেই। তবে অনেকেই ঘরে বসে আমাদের বই কেনার কথা বলছিলেন। সেই সব ভাবনা থেকেই আমরা ওয়েবে এলাম।’’

Post a Comment

0 Comments