প্রকাশিত হল শিল্পী সোমনাথ হোরকে নিয়ে গ্রন্থ ও পত্রিকা


দু’মলাটে সোমনাথ হোরের সাক্ষাৎকার

এখন শান্তিনিকেতন ডেস্ক

প্রকাশিত হল বিশিষ্ট সাংবাদিক, বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগার ও রবীন্দ্রভবন গ্রন্থাগারের প্রাক্তন কর্মী স্বপনকুমার ঘোষের লেখা ‘সোমনাথ হোর : স্নেহ ও সান্নিধ্য’ শীর্ষক গ্রন্থ। প্রকাশক বইওয়ালা বুক ক্যাফে, রতনপল্লি, শান্তিনিকেতন। সম্প্রতি বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব ঘোষ কক্ষে গ্রন্থ-প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্র-কুটির ও হস্ত শিল্প মন্ত্রী শ্রীচন্দ্রনাথ সিংহ, বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক সুতনু চট্টোপাধ্যায়, প্রাক্তন অধ্যাপক কুন্তল রুদ্র এবং বিশিষ্ট সমাজসেবী মানস ঘোষ। মন্ত্রী বলেন, ‘‘আমরা ছাত্রাবস্থায় দূর থেকে শিল্পী সোমনাথ হোরকে দেখতাম। এখন স্বপনদার বইয়ে তাঁর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তাঁকে সাধুবাদ।’’ 

উল্লেখ্য সোমনাথ হোরের এ বছর জন্ম-শতবর্ষ। তাঁর শিল্পভাবনা ও রাজনৈতিক দর্শন নিয়ে বলেন বক্তারা। এ দিন প্রকাশক আবীর মুখোপাধ্যায় বলেন, ‘‘শিল্পীকে শ্রদ্ধা জানাতে এ বছর বেশ কিছু প্রকাশনা উদ্যোগ আমরা নিয়েছি। তার একটি স্বপনবাবুর বইটি। আজ একইসঙ্গে সোমনাথ হোর-কে নিয়ে আমাদের পত্রিকা ‘এখন শান্তিনিকেতন’-এর বিশেষ সংখ্যাও প্রকাশিত হল।’’ 

এই সংখ্যায় সোমনাথ হোরকে নিয়ে লিখেছেন— সুশোভন অধিকারী, স্বপন কুমার ঘোষ, কুন্তল রুদ্র দেবাশিস চন্দ, সুতনু চট্টোপাধ্যায়, সঞ্জয় ঘোষ এবং নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই চর্চিত এই সংখ্যাটি। কলকাতার পাতিরাম, ধ্যানবিন্দু-সহ নানা পত্রিকা স্টলে পাওয়া যাচ্ছে। এই পর্বে যে লেখাটির কথা আলাদা করে বলার, সেটি সমীরণ নন্দীর লেখা। তাঁর কলাম ‘হারানো ফ্রেম’-এ এবার তিনি সোমনাথ হোরকে নিয়েই লিখেছেন। এ লেখা তাঁর ছবির মতোই। তাঁর সংগ্রহের ছবি ও অভিজ্ঞতায় সেজে উঠল এ বারের সংখ্যা। 

এ দিন স্বপনবাবু বলেন, ‘‘প্রায় দেড় দশক আগে কলকাতার একটি পত্রিকার তরফ থেকে দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম সোমনাথদার। তাতে তাঁর রাজনীতি-পর্ব, শিল্প-ভাবনা, রবীন্দ্র-প্রসঙ্গ এমন নানা দিক উঠে আসে। সেই সাক্ষাৎকার ও ব্যক্তিগত নানা স্মৃতি-ছবি নিয়ে আমার এই বই। এই প্রথম সাক্ষাৎকারটি গ্রন্থাকারে প্রকাশিত হল।’’

ছবি : উজ্বল সরকার



Post a Comment

0 Comments